সাতক্ষীরা এক সময় পাকিস্থানের অংশ হিসেবে পরিচিত ছিল:: স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি

ফিরোজ হোসেন: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডভোকেট ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এ্যাড. মোল্লা মো.আবু কাওছার। উদ্বোধক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। সম্মানী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরল ইসলাম,। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাঈদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. তাপস পাল,প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আজিজুল কেন্দ্্রীয় নেতা আসাদুজ্জামান মিঠু। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজীব, শঅমসুদ্দিন আল মাসুদ, আমজাদ হোসেন, আফছার হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদ হারুন উর রিশদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী,দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান । সম্মেলনে জেলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ সকলের সম্মতিক্রমে এ্যাডভোকেট ফারুক হোসেনকে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগেরসভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও জিয়াউল হক বনিকে সম্পাদক ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেশের একটি সুশৃঙ্খল দল। দলের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবকলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবকলীগের নেতা কমীদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন সাতক্ষীরা এক সময় পাকিস্থানের অংশ হিসেবে পরিচিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে উন্নয়নের মাধ্যমে তাদের হাত থেকে সাতক্ষীরা মুক্ত করা করেছে।

 

 

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।