ইসতিয়াক কামাল মুন্না, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের বড়গাং এলাকায় কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রান্ত দেওয়ানজি (১৮) এবং তাহমিনা খানম তিন্নি (১৬) নামের প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে কতোয়ালী পুলিশ।
গত ২৩ জুলাই কাপ্তাই মগবান ইউনিয়নের বড়গাং রির্সোটে বেড়াতে গিয়ে প্রাপ্ত ও তাহমিনা দুইজনেই নিখোঁজ হয়। দুইদিন পর তাদের দুইজনের মরদেহ আজ কাপ্তাই হ্রদে ভেসে উঠে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে হ্রদ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, মৃত প্রান্ত দেওয়াজি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথর ঘাটা এলাকার ছোটন দেওয়ানজির ছেলে। সে চট্টগ্রামের কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আর তাহমিনা একই শহরের বনরুপা এলাকার বাসিন্দা। মেয়েটি রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, মরদেহগুলো উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। কিভাবে দুইজনের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …