নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে উপজেলার মাদরা বিওপি’র বিজিবি সদস্যরা। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বারেকের মোড় এলাকা থেকে এ উদ্ধারের ঘটনা ঘটে।
মাদরা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়িয়ার বারেকের মোড়ে দাঁড়ানো অবস্থায় থাকা একটি প্রাইভেটকার চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সেসময় প্রাইভেটকারে থাকা ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়। মাদরা বিওপি ক্যাম্প কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …