ইটাগাছা পশ্চিমপাড়ায় রাস্তার পাশের আবর্জনায় অতিষ্ট এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: শহরের ইটাগাছা পশ্চিমপাড়ায় সাবেক কমিশনার আবুল কাশেমের পুকুরপাড়ে ময়লা ও আর্বজনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, জনবসতিপূর্ণ এ এলাকার ঐ পুকুরপাড়ে মানুষ মরা হাঁস-মুরগি, মরা কুকুরসহ প্রতিদিনের আবর্জনা ফেলছে ঐ পুকুরপাড়ে। অন্যদিকে আবর্জনার ফেলায় দীর্ঘ দিনের গোসল করার ঐ পুকুরের পানির রং পরিবর্তন হয়ে দুর্গন্ধময় হয়ে গেছে। স্থানীয় আব্দুল মতিন জানান, এলাকায় পৌরসভার কোন স্থায়ী বা অস্থায়ী ডাস্টবিন নেই। যে কারণে ঐ পুকুরপাড়ে এমনকি যত্রতত্র আবর্জনা ফেলায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি জানান, তার বাড়িতে প্রবেশের একমাত্র পথের পাশে আবর্জনা ফেলায় বাড়ি প্রবেশ বন্ধ হয়েগেছে। যে কারণে তিনি বিকল্প পথে যাতায়াত করছেন। এলাকার প্রবীন ব্যক্তি আব্দুল জব্বারসহ অনেকেই ডাস্টবিন রাখার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।