সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ক্রাইমর্বাতা রিপোট:  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি’র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপপ্রচার ও ষড়যন্ত্র মুলকভাবে কুৎসা রটনাকারীদের বিরদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, এড. অরুন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটো, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপদি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ হাবিব, আক্তারুল ইসলাম, নাইম, মুজিবর, জামাল সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বাবু পঙ্কজ দেবনাথ এমপি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন আদর্শের প্রতিক। তিনি শেখ হাসিনার একজন আস্থাভাজন ব্যক্তি। তাঁর বিরুদ্ধে একটি কুচক্রী মহল ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে আপত্তিকর পোষ্ট করে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। এটা খুবই জঘন্য বিষয়। যারা এ ধরনের ঘৃন্য কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।