বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, লাঠিচার্জ

ক্রাইমবার্তা রিপোটঃ  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের লাঠিচার্জ করার পর দু’জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নাফিজুর রহমান পলাশের বক্তব্য শেষ না হতেই পুলিশ আকস্মিকভাবে তাতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হলে পুলিশ লাঠিচার্জ করে।

ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক ও জেলা যুবদলের সহ-সাধরাণ সম্পাদক রিপন আকন্দকে আটক করে থানায় নিয়ে যায়। অবশ্য এর কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে এবং অফিসের বারান্দা থেকে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি। এ সময় নেতাকর্মীরা জটলা করলে পুলিশ কয়েকজনের ওপর লাঠিচার্জ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন বলেন, মানববন্ধন শেষে নেতাকর্মীরা হইচই শুরু করলে দু’জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।