ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শিক্ষার্থীদেরকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠার আহবান জানিয়েছেন। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ রোধ ও মাদক বিরোধী এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জান
এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করতে চায় তারা আমাদের মেধাবী সন্তানদের বিপদগামী করছে। এজন্য সকলকেই সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সাতক্ষীরাকে পরিষ্কার পরিচ্ছন্ন তিলোত্তমা জেলা হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ নামে একটি সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন সফলে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতিবেশিদের সচেতন করতে হবে।
সমাবেশে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিল্কভিটার খুলনা বিভাগীয় প্রধান ডা: ফয়সাল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিঃ মোঃ আবু সাইদ, এনডিসি স্বজল মোল্লা, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় পুষ্টি চাহিদা পুরণ, মেধা বিকাশ, সুস্থ সবল জাতি গঠনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারি সমবায় ইউনিয়ন লিমিটেড কতৃক আয়োজিত স্কুলগামী শিশুদের চকোলেট ফ্লেভার্ড মিল্ক খায়ানোর বিষয়ে শিক্ষার্থীদের মাঝে মিল্কভিটার দুধ বিতরণ করা হয়।
পরে পৌরসভার সচিব ও মহিলা কাউন্সিলার জোন্সা আরার উপস্থিতিতে পৌরসভার অনুমোদন বিহীন সকল প্রকার বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়ে আমতলা মোড় থেকে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …