সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯।

রোববার সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, সাতক্ষীরার উপপরিচালক হুসাইন শওকত। জন্ম নিবন্ধন বিষয়ক তথ্য চিত্র উপস্থাপন করেন স্থানীয় সরকার সাতক্ষীরার সহকারী পরিচালক শাম্মী আক্তার।

আলোচনায় অংশ নেন সদর উপজেলার ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ইউপি সচিব মো. কামরুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তা মনিরুজ্জামান টিটু প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার, সাতক্ষীরার উপপরিচালক হুসাইন শওকত বলেন, জন্ম নিবন্ধন সকলেরই নিজের স্বার্থে প্রয়োজন। জন্ম নিবন্ধন সঠিক সময়ে সঠিকভাবে করতে না পারলে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য সঠিক সময়ে সঠিকভাবে জন্ম নিবন্ধন করতে সকলকে ভূমিকা রাখতে হবে।

সভায় জন্ম নিবন্ধনে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার ঘোনা ইউপির চেয়ারম্যান ফজলুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।