নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের স্বার্থে রাস্তা-ঘাট সকল প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষকে আরো বেশি সজাগ হতে হবে। সুপেয় পানিসহ সকল নাগরিক সেবা যেন পৌরসভার ০৯টি ওয়ার্ডের নাগরিকরা সেজন্য স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সেবার লক্ষ্যে কাজ করতে হবে। পৌরসভার সরবরাহকৃত সুপেয় পানির সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পাব্যত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আকস্মিক সাতক্ষীরা পৌরসভায় গিয়ে মেয়র ও কাউন্সিলরদের সাথে পৌরসভার নাগরিক উন্নয়ন বিষয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শাহিনুর রহমান শাহীন, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, অনিমা রানী মন্ডল প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …