ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার কালিগঞ্জে গ্রিল কেটে দুটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রুবার দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের অাব্দুল গফফর সরদারের বাড়িতে এঘটনা ঘটে।
অাব্দুল গফফর জানান,বৃৃহষ্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে ঘরের গ্রিল কেটে একটি ১৫০ সিসি এফজেডএস ও পালছার ১৫০ সিসি মটরসাই চুরি করে নিয়ে যায়। তিনি অারো জানান, প্রতি রাতের ন্যায় বৃহস্পতি রাতে ঘুমিয়ে ছিলাম। মটর সাইকেলটি রাখা ছিল শয়ন কক্ষের পাশের ঘরে। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের গ্রিল কেটে মটরসাইকেলটি দুটি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে শুক্রুবার কালিগঞ্জ থানায় একটি ডায়েরী করা হয়েছে।