দেবহাটায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ক্রাইমবার্তা রিপোটঃ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে।

শনিবার সকালে দেবহাটা থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি উপলক্ষে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে স্থানীয় সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে ফিরে এসে দেবহাটা থানার হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান হাবিবুররহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা থানার এসআই হেকমত আলী, এসআই মো. হানিফ, এসআই শ্যামাপ্রসাদ, এসআই প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, এএসআই আব্দুল জব্বার, এএসআই আবু হামিদ, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ফেরদৌস, এএসআই শরীয়ত উল্লাহ সহ দেবহাটা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।