তালায় হত্যা মামলার আসামী ও বিএনপি ক্যাডার আমিরুলের পুত্রকে পুলিশের এস.আই পদে চাকুরী না দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় হত্যা মামলার আসামী ও বিএনপি ক্যাডার আমিরুল ইসলামের পুত্র জহুরুল ইসলামকে পুলিশের এস.আই পদে চাকুরী না দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার দোহার গ্রামের মৃত আজিজুল ইসলাম আজুর ছেলে মোঃ শহীদ সরদার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। শুধু আওয়ামীলীগ করার অপরাধে আমার পিতাকে বিগত ২০০৬ সালের ১৬ই জানুয়ারী প্রকাশ্য লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিল একই এলাকার ঝড়– সরদারের পুত্র খুনি আমিরুল সরদার। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই সময় সাতক্ষীরা জজ আদালতে একটি মামলা হয়। যা এখনও বিচারাধীন রয়েছে। তিনি বলেন, পিতা হত্যার দীর্ঘকাল অতিবিাহিত হলেও এখনও পর্যন্ত হত্যাকারী খুনি আমিরুলকে বিচারের কাঠগোড়ায় দাড় করানো সম্ভব হয়নি। অথচ এই আমিরুল ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের ক্যাডার বিপ্লব বাহিনীর সদস্য। ইতিমধ্যে ওই বাহিনীর প্রধান বিপ্লব ও আজহারুল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু আমিরুল কৌশলে এখনও তার রাজত্ব কায়েম করে যাচ্ছেন। সম্প্রতি আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে আমিরুলের পুত্র জহুরুল ইসলামকে পুলিশের এস.আই পদে চাকুরি পাইয়ে দেওয়ার পায়তারা চালানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে পুলিশের মত গুরুত্বপূর্ণ বাহিনীতে যদি তার পুত্র কোনভাবে প্রবেশ করে তাহলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি আওয়ামীলীগের বহু নেতা-কর্মী লাঞ্চিত ও নিগৃহীত হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্তমান সময়ে বাছাই করা আওয়ামীলীগ পরিবারের সন্তানদের চাকুরি প্রবেশের সুযোগের কথা বললেও স্থানীয় কতিপয় সুবিধাবাদীর কারনে সেটা বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা। এর ফলে গোপন অর্থির বিনিময়ে স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-বিএনপির সদস্যরা পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে প্রবেশ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি আওয়ামীলীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, হামলাসহ বিভিন্নভাবে লাঞ্চিত করে যাচ্ছে। এমতাবস্থায় তিনি খুনি আমিরুলের পুত্র জহুরুলকে পুলিশ বাহিনীর মত গুরুত্বপূর্ণ পদে চাকুরী না দিয়ে আওয়ামীলীগ পরিবারের সন্তানকে চাকুরীর সুযোগ দেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।##

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।