ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: শীতকে উপেক্ষা করে গভীর রাতে হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি শহরের ইটাগাছা হাট পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। হাট ঘুরে ঘুরে প্রত্যেক ব্যবসায়িরর দোকানে গিয়ে দ্রব্যমূল্য যাচাই করেন। সবজি বাজার ও মুদি দোকানে গিয়ে ব্যবসায়িদের খোঁজ খবর নেন। এসময় তার সাথে ছিলেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক সাখাওয়াতউল্যাহ, ম্যানেজার রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার এম. জিললুর রহমান, আব্দুস সামাদ, আমিরুজ্জামান বাবু, প্রভাষক শেখ শরিফুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসময় ইটাগাছা হাটের নানা সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …