সাতক্ষীরায় র্কতব্যরত পুলিশের উপর হামলা: আটক তিন

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরা:   সাতক্ষীরা  সদর উপজেলার দহাকুলায় শালিসী বৈঠকে কর্তব্যরত তিন পুলিশের উপর হামলা চালিয়েছে  সরকার দলীয় দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসি। এতে আহত হয়েছেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানান এসআই হাসানুজ্জামান। আটককৃতরা হলো  ছাত্রলীগ নেতা টিংকু মজুমদার, সাদিক ও আল-আমিন। আটককৃতদের বাড়ি শহরের সুলতানপুর এলাকায়। এসআই হাসানুজ্জামান জানান, একটি মেয়েলি ঘটনায় সদরের দহাকুলা শালিস ছিলো। শালিসে একপর্যায়ে বিষয়টি নিষ্পত্তিও হয়। এমন সময় সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে উক্ত আটক তিন ব্যক্তির নেতৃত্বে আরও কয়েকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন পুলিশের তিন সদস্য। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে   জানান তিনি।

Please follow and like us:

Check Also

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।