সাতক্ষীরায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন (ভিডিও)

ক্রাইমবার্তা রিপোটঃ: সাতক্ষীরা: সাতক্ষীরায় ৪৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি শুরু করেছে সরকার। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সোমবার বেলা সাড়ে ১০ টায় টিসিবির এ পেয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এদিকে, পেয়াজ বিক্রির শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় লেগে যায়। ক্রেতা সাধারণরা ছুটে আসে পেয়াজ ক্রয় করতে। ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে পেয়াজ ক্রয় করছেন ক্রেতা সাধারণরা। পাশেই সুলতানপুর বড় বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে।
৪৫ টাকা কেজি দরে পেয়াজ ক্রেতা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের হোটেল মালিক কামরুজ্জামান বলেন, বাজারে ২০০-২২০ টাকা কিনতে হচ্ছে প্রতি কেজি পেয়াজ। এখানে সরকারিভাবে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। আমাদের মত সাধারণ মানুষের খুব উপকার হলো। আমি ৪৫ টাকায় এক কেজি ক্রয় করেছি। কম টাকায় পেয়াজ পেয়ে খুশি হয়েছি।


শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা রাশিদা গৃহিনী বেগম অল্প টাকায় পেয়াজ বিক্রি হচ্ছে শুনেই দোঁড়ে আসেন পেয়াজ কিনতে। তিনিও এক কেজি পেয়াজ কিনেছেন। তিনি বলেন, বাজারে পেয়াজ আগুনের মত দাম। এক কেজি পেয়াজ ২শ টাকা এটা ভাবা যায়। আমি ৪৫ টাকায় এক কেজি ক্রয় করেছি।
টিসিবির পেয়াজ বিক্রি উদ্বোধনকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, প্রতিদিন এক হাজার কেজি করে আগামী তিন দিন পেয়াজ বিক্রি করা হবে। ক্রেতা সাধারণরা ৪৫ টাকা কেজি দরে পেয়াজ ক্রয় করতে পারবেন। সারিবদ্ধভাবে ক্রেতারা পেয়াজ ক্রয় করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না। পেয়াজ বিক্রিকালে ম্যাজিষ্ট্রেট নিয়োগ থাকবে। সকলে পেয়াজ ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ৩টন পিয়াজ পাওয়া গেছে। প্রতিদিন একটন পিয়াজ প্রত্যেককে ১ কেজি করে ১০০০জনকে দেওয়া হবে।
পিয়াজ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক, জেলা মার্কেটিং অফিমার মামুন আব্দুল্লাহ, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।

Check Also

অর্থনীতিতে অংশীদার: আয় পশ্চিমে, ব্যয় পুবের দেশে

বৈশ্বিক জিডিপি তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে, গত বছর বাংলাদেশের জিডিপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।