জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি) পরীক্ষায় সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। ৪০ জন ছাত্রীর মধ্যে এ প্লাস এক,এ গ্রেড ২৪, এ মাইনাস ৯, বি গ্রেডে ৪ এবং সি গ্রেডে ২ জন উর্ত্তীণ হয়েছে। শিক্ষার্থদের ভাল ফলাফলে মাদ্রাসার অধ্যক্ষ,শিক্ষকবৃন্দ সহ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …