দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনকে অপহরণকালে আসিফ (৩২) নামের এক অপহরণকারীকে আটক পরবর্তী গণধোলাই দিয়েছে স্থানীয়রা। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার পারুলিয়া আইডিয়াল অফিস ও এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আটককৃত আসিফ খুলনার সোনাডাঙ্গা থানার গোবরডাঙ্গা শেখপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে সে। অপহরণকালে আসিফকে আটক করা গেলেও স্থানীয়দের বাঁধা টপকে ব্যবহৃত প্রাইভেটকার নিয়ে পালিয়ে অন্যান্য অপহরণকারীরা। পরে গণধোলাই দিয়ে আটক আসিফকে দেবহাটা থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এঘটনায় সোমবার ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমন বাদী হয়ে অপহরণের ঘটনার মুল হোতা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাইতাকান্দি গ্রামের শেখ ওমর আলীর ছেলে শেখ রানা (৩৫) ও আটককৃত আসিফ সহ চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৭। মামলার এজাহার সুত্রে জানা গেছে, রবিবার রাতে পারুলিয়া আইডিয়াল অফিস সংলগ্ন নিজের হ্যাচারীর সামনে কফিশপে বসেছিলেন ছাত্রলীগ সভাপতি সুমন। এসময় পারুলিয়া থেকে সাতক্ষীরা অভিমুখে গামী সাদা রংয়ের একটি প্রাইভেটকারে থামিয়ে সুমনকে ডাক দেয়া হয়। সুমন পায়ে হেটে সেখানে পৌছানো মাত্রই তারা তাকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছাত্রলীগ সভাপতি সুমনকে উদ্ধার সহ অপহরণকারীদের মধ্য থেকে আসিফকে আটক করে গণধোলাই দেয়। এসময় প্রাইভেট কারটি নিয়ে দ্রুত পালিয়ে যায় অন্যান্যরা। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছায় পুলিশ। এসময় আটক অপহরণকারী আসিফকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাহারায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এঘটনায় ছাত্রলীগ সভাপতি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …