তালায় বৈদ্যতিক শট সার্কিট হতে সার্টিফিকেটসহ মালামাল পুড়ে দেড় লক্ষ টাকার ক্ষতি

মোঃ আকবর হোসেন,তালাঃ তালায় শুক্রবার(২৪ জানুয়ারী) বৈদ্যতিক শট সার্কিট হতে সার্টিফিকেটসহ মালামাল পুড়ে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে তালা মেলা বাজার সংলগ্ন অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রশিদের বাসায় ভাড়া থাকা তালা হাসপাতারের এমইপিআই শেখ সাহিদুর রহমান এর রুমে।
ঘটনার বিবরনে বাসার মালিক এর স্ত্রী নাজমা আক্তার জানান, গত ২৪ জানুয়ারী দিবাগত রাতে রাত্র ৩টা ১৫ মিনিটের দিকে ঘুমানো অবস্থায় হঠাৎ পাশের ঘরে পোড়া গন্ধ পায়। ঘুম হতে উঠে দেখি পাশের ঘরের আগুন জ্বলছে। আমি আমার স্বামীসহ পাশের বাসার লোকজনকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। আগুন নেভানোর পর ঘরের ভিতর থাকা প্রায় সকল মালামাল পুড়ে গেছে। ঘরের ভাড়াটিয়া এমইপিআই শেখ সাহিদুর রহমান খুলনায় তার শশুর বাড়ীতে বেড়াতে গিয়েছিলো। এমইপিআই শেখ সাহিদুর রহমানকে খবর দিলে তিনি এসে দেখেন তার ঘরে থাকা তার স্ত্রীর সকল সাট্রিফিকেট পুড়ে গেছে। এসএসসি সাট্রিফিকেট এর রোলনং ১২৩৫৫৭ রেজিঃ নং ৪২০৩৩৫ শিক্ষাবর্ষ ২০০৮-০৯,এইচএসসি রোলনং ৯০০০২৪ রেজিঃনং ৩০৫৯৫৬ শিক্ষাবর্ষ ২০১০-১১ বিএসসি রোলনং ৬০০২০২৯ রেজিঃ২৩৮৯০৬৫ শিক্ষাবর্ষ ২০১২-১৩ এমএসসি রোলনং ৭১৩৪২৭৪ রেজিঃ১৬৩৩৭০০১৭৬০ শিক্ষাবর্ষ ২০১৬-১৭ এর এডমিট কার্ড পুড়ে গেছে। এছাড়া ১টি টেলিভিশন,১টি র‌্যাক,১টি ওয়ারড্রপ,১টিআয়রন মেশিন,রাইচ কুকুার,১টিসিলিং ফ্যান,২টি দরজাসহ ঘরে থাকা সকল কাপড় চোপড়, সরকারী বিভিন্ন কাগজপত্র এবং সরকারী মটর সাইকেলের চাবি পুড়ে মোট দেড়লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে এমইপিআই শেখ সাহিদুর রহমান বলেন, আমি গত ২৩ জানুয়ারী বিকালে খুলনায় শশুর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। বাড়ীর মালিকের ফোন পেয়ে বাসায় এসে দেখি আমার বাসায় থাকা স্ত্রীর সকল সাট্রিফিকেটসহ মালামাল পুড়ে গেছে।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।