আনন্দঘন পবিরেশে সময় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ : নানা আয়োজনের মধ্যদিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সময় বার্তার ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবারবেলা ১১টায়শহরের মোজাফ্ফার গার্ডেনে কেক কাটা, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালিত হয়। পত্রিকার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক আশরাফুজ্জামান মুকল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন, সদর উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় প্রধান অতিথি বলেন ‘হাটি হাটি পা পা করে অনলাইন পত্রিকা সময় বার্তা পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। সময় বার্তা সাতক্ষীরা সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।’
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময় বার্তার নির্বাহী সম্পাদক, মোঃ রিয়াজুল ইসলাম, দৈনিক কালের চিত্রের মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক সংযোগ বাংলাদেশের জেলা প্রতনিধি আবু সাঈদ,দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, সাপ্তাহিক জনতার মিছিলের সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হাসান গফুর, মিনাল নেওয়াজ, এ্যাড. এবিএম সেলিম, হাসানুজ্জামান, সৈয়দ সাইফুল্লাহ, এ্যাড. সরদার সাইফ, আব্দুল মাতিন,আকমল হোসেন সহ সময় বার্তার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।