ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে এগিয়ে এলো পিকো এক্সপ্রেস অনলাইন সুপার শপ

ক্রাইমবার্তা রিপোটঃ ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে এগিয়ে এলো পিকো এক্সপ্রেস অনলাইন সুপার শপ। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে ৮০ লিটার বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন ২০টি ওয়েস্ট বিন হস্তাস্তর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইফতেখার আলম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীসহ জেলা প্রশাসন ও পিকো এক্সপ্রেস অনলাইন সুপার শপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়েস্টবিন গ্রহণকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এই প্রথম কোন বেসরকারি প্রতিষ্ঠান ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে সরাসরি এগিয়ে এলো উল্লেখ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়ন করে নান্দনিক জেলা গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি পিকো এক্সপ্রেস অনলাইন সুপার শপকে ধন্যবাদ জানান।
পরে একই স্থানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সদর উপজেলা পরিষদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর হাতে একটি ওয়েস্ট বিন তুলে দেন

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।