বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির লিফলেট বিতরণ

ক্রাইমর্বাতা রিপোট:  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজেনে সোমবার সকালে সাতক্ষীরার আদালত চত্বরসহ এর আশে পাশের সড়কে উক্ত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এড.এখলেছুর আলী বাচ্চু, শের আলী, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় বলেন, কোন অপরাধের প্রমান ছাড়াই শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে ক্ষমতাসীন সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে নির্জন কারাগারে আটকে রেখেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এখন হাসপাতালের কারাকক্ষে বন্দী জীবন কাটাতে হচ্ছে। তার পছন্দমত হাসপাতালে উপযুক্ত চিকিৎসকের চিকিৎসা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। বিএনপি নেতারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত্ব মুক্তির জোর দাবী জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।