ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা আদালতের আইনজীবি সহকারি (ক্লাক) ভবনে ভ্রাম্যমান আদালতের অভিযান, নগদ টাকা ও জাল সিল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় উক্ত রুমের তালা ভেঙ্গে ভিতরে থাকা বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে বিআরটিএ অফিসের আওতাধীন বিভিন্ন গাড়ির কাগজপত্র, কর্মকর্তা ও চিকিৎসকদের জাল সিল, নগদ ৩৮ হাজার ৩শ টাকা এবং মোবাইল সেট জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে রুমের মালিক নয়ন, বাবলু ও মামুন পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে রুমটি সিলগালা করেন আদালত।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …