সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনে ভারতীয় ট্রলার আটক

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা:  বন বিভাগ পশ্চিম সুন্দরবনে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা মাছ শিকারের সময় ট্রলার, নৌকা ও জাল আটক করেছে। শনিবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকা থেকে ট্রলার, নৌকা ও জাল আটক করার সময় স্মার্ট পেট্রল টিমের উপস্থিতি টের পেয়ে ভারতীয় জেলেরা দ্রুত সীমান্তে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমান্তে মাছ শিকারের সময় স্মার্ট পেট্রল টিমের দলপতি কামরুল ইসলামের নেতৃত্বে সদস্যরা সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ১০ লাখ টাকা মূল্যের ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি ভারতীয় ট্রলার ও ৩টি নৌকা সহ ৫শত মিটার জাল আটক করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।