সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ পালিত

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: নানা আয়োজনে বিভিন্নস্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিভিন্ন সামগ্রী বিতরণ, সাংস্কৃতি অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামনগর থানা পুলিশ: শ্যামনগর থানা পুলিশের আয়োজনে নিজস্ব হল রুমে মঙ্গলবার সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার সভাপতিত্বে জাতির পিতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত ইয়াসিন আলম চেীধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

গঁেড়রকান্দায় ৫নং ওয়ার্ড আ.লীগ: পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গড়েরকান্দা ফুলতলা মোড়ে অফিস কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন। পৌর আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য সবুর খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সবুর সরদার, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুস সামাদ, আব্দুল মুজিদ, মোঃ খোকন, মোবারক হোসেন লিটন, মনিরুল ইসলাম (মনি মাস্টার), আব্দুর রহমান, কুমারেশ, সরদার চাচা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ করিম, কাসেম সরদার, নুনু সরদার, শেখ কবির হোসেন, মোঃ মিন্টু, মোঃ ফজলু সরদার, মোঃ সোহাগসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন গঁেড়রকান্দা মসজিদের খতিব ইমান আলী।

তালার মাগুরা প্রতিক্ষা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়: বিদ্যালয়ের কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম উৎসব উদ্বোধন করা হয়। বেলা ২ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা প্রনব ঘোষ বাবলু, প্রতিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উত্তম কুমার সেন, প্রধান শিক্ষিকা শুভ্রা বসু ও জাহিদ হাসানসহ আরো অনেকে।

তালার খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়: খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা। এসময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, শিক্ষক কওসার আলী, মোঃ ফারুক হোসেন ও রবীন্দ্র নাথ মন্ডল।
পাটকেলঘাটায় ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন: তালা উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাটকেলঘাটা অফিস কার্যালয়ে কেককাটার মধ্যদিয়ে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আবু দাউদ, তালা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক আবু সাঈদ, আব্দুল গনি, মুনসুর, রফিকুল, আব্দুর রহিম প্রমুখ।

পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাব: পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবে কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় রিপোর্টার্স ক্লাবে বাঙ্গালী রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ সকল নেতৃবৃন্দ।

পাটকেলঘাটায় মাহেন্দ্র থ্রি হুইলার মালিক সমিতি: পাটকেলঘাটায় সাতক্ষীরা মাহেন্দ্র থ্রি হুইলাম মালিক সমিতি ও জেলা ট্যাক্সি, অটো রিক্সা টেম্পু শ্রমিক সংগঠনের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাহেন্দ্র থ্রি হুইলার সমিতির অফিস কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মাহেন্দ্র থ্রি হুইলার সমিতির সভাপতি ইউনুছ আলী সরদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, কোষাধ্যক্ষ শহিদুল মোড়ল, জেলা ট্যাক্সি, অটো রিক্সা টেম্পু শ্রমিকের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন কাগুজি, আব্দুল ওহাব, শাহিন, সামাদ, বিল্লাল, ইব্রাহীম, আরিফুল, মনিরুজ্জামান।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় এসব কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. হোসাইন মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এড. মিলন মিত্র, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, ছাত্রলীনেতা আবুল হাসান প্রমুখ।
অপরদিকে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিশু সদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, মাধ্যমিক শিক্ষা রবিউল ইসলাম, সমবায় অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা: বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্য্যয়ে সড়কে ফেস্টুন, ব্যানার ও প্লাকাডর্ হাতে নিয়ে কর্মসূচি পালন করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাংকটি মাসব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকটির শাখা ভাইস প্রেসিডেন্ট সবিউল ইসলাম খান, সিনায়র অফিসার বজলুর রহমান, ইলিয়াস হোসেন, আব্দুল আজিজ, আবু তাহের বিশ্বাস, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, হুমায়ুন কবিরসহ ব্যাংকটির প্রায় ৭০জন কর্মকতা কর্মচারী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা গ্রাম পুলিশ: রাত ১২-০১ মিনিটে গ্রাম পুলিশের সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা শাখার গ্রাম পুলিশের সভাপতি শেখ আলী হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাজুল ইসলাম, ফারুক হোসেন, কোষাধ্যক্ষ ইমদাদুল হক বাবু, কার্যকারী সদস্য মনজুরুল ইসলাম, রফিকুল ইসলাম, নিশি কান্ত, হাফিজুল ইসলাম, আনজুয়ারা খাতুন, আনোয়ারা খাতুন, আব্দুল মালেক, জালাল উদ্দীন, আব্দুর রাজ্জাক, রজব আলী, উজ্জল, হাবিবুর রহমান, জিয়ারুল ইসলাম, মনরঞ্জন দত্ত, জালাল উদ্দীন, আলাউদ্দীন, রফিকুল ইসলাম প্রমুখ। এবিষয়ে বাংলাদেশ গ্রাম পুলিশের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলী হোসেন জানান ’করোনা ভাইরাসের’ কারনে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে।

পৌর তাঁতীলীগ: ইটাগাছায় পৌর তাঁতীলীগের উদ্যোগে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর তাঁতীলীগের যুগ্ম সম্পাদক সোহাগের পরিচালানায় বক্তব্য দেন পৌর তাঁতীলীগের সভাপতি সাংবাদিক মেহেদী আলী সুজয়, সহ সভাপতি শেখ ওবায়েদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন, সাবেক সভাপতি নূর জাহান সাদিয়া, মহিলা সম্পাদিকা শাহেদা আক্তার ময়না, যুগ্ম সম্পাদক আহম্মদ আলী, হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মেহেদী হাসান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতাপনগর আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ: প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী মামুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শিক্ষক লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য কোহিনুর ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল বারিক, মহিলা লীগের সভাপতি লিপিকা পাভীন, শিক্ষক নূরে আলম, প্রভাষক লেয়াকত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আশাশুনিতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ: বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে আশাশুনি উপজেলার কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দিরের সামনে একশত দীপ জ্বালিয়ে ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী, ধর্ম বিষায়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, প্রচার সম্পাদক দিনোবন্ধু ব্যানার্জী, সমাজকল্যাণ সম্পাদক হরিদাশ ব্যানার্জী, আশাশুনি উপজেলার সহ-সভাপতি রবিন্দ্র নাথ ব্যানার্জী, সদস্য সরোজিত চক্রবর্তী, প্রভাকর ব্যানার্জী, অভিজিৎ মূখার্জী, কৃষ্ণা ব্যানার্জী, বৃষ্টি মূখার্জী প্রমূখ।

জনতা ব্যাংক এরিয়া অফিস: জনতা ব্যাংক লি. সাতক্ষীরা এরিয়া অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে জনতা ব্যাংক লি. সাতক্ষীরা এরিয়া অফিস একাধিক কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ব্যাংক ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ রাতে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জনতা ব্যাংক লি. এর সাতক্ষীরা এরিয়া প্রধান মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংক কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মো. ইউনুচ আলী, বেনজির আহমেদ, উজ্জ্বল কান্তি মন্ডল, মাগফুর রহমান, হাবিবুল্লাহ বাহার, মো. রবিউল ইসলাম, শেখ মহিবুল ইসলাম, তপু রায়হান, রাশেদুজ্জামান, আব্দুর রহীম, বরদাচরন বিশ^াস, মো. আব্দুল আজিজ, বিপ্রদেব বিশ^াস, মিন্টু কুমার সরখেল, শাহিনুর রহমান, জনতা ব্যাংক লি. এর সিবিএ নেতা একরামুল কবীর খান চৌধুরী ও শেখ আব্দুল গনী প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন, ব্যাংক কর্মকর্তা বাবলু ভঞ্জ চৌধুরী।
কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক: কলারোয়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে বুধবার সকালে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখায় কেক কেটে ‘মুজিব জন্ম শত বার্ষিকী’ উদযাপন করা হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ‘মুজিব জন্ম শত বার্ষিকী’ পালন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া এমআর ফাউন্ডেশন একাডেমীর প্রধান শিক্ষক আবুল হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, আল আরাফাহ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ, অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান প্রমুখ।
ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশন: ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আয়োজনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভোমরা মাওলানা মার্কেটে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তার জুয়েল, ভোমরা স্থল বন্দরের সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক, ভোমরা বর্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম মিথুন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোমরা স্থল বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাও: আবু বক্কার সিদ্দিক।

সাউথইস্ট ব্যাংক, সাতক্ষীরা: জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজিব আহম্মেদের নেতৃত্বে সামনে মানববন্ধন কর্মসূচি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার দিপঙ্কর চক্রবর্তী, দিলারা জামান, অফিসার আব্দুর রউফ, শামীম রেজা, শেখ আরিফুজ্জামান(সুমন), জুনিয়র অফিসার এস এম রাইসুল ইসলাম, ইফতেখারুল অলম, ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার তৌহিদুর রহমান, মার্কেটিং অফিসার সৈয়দ মুফাক্কার আলী

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।