করোনা ভাইরাস (কোভিড -১৯) এর কারনে সাতক্ষীরা পৌরসভার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন। মাননীয় মেয়র জনাব তাজকিন আহমেদ চিশতী পৌরসভার কাউন্সিলরবৃন্দে হাতে উক্ত খাদ্য সামগ্রী তুলে দেন পৌর এলাকার মানুষের বাড়ী বাড়ী পৌছে দেওয়ার জন্য। সমগ্র পৌরসভায় মোট খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল ৩৭ মেট্রিক টন, নগদ ১,৭০,০০০ টাকা সরকারী বরাদ্দ ও ৭,৫৪,০০০ টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ। এই সামগ্রী পৌর কাউন্সিলরবৃন্দ সমগ্র পৌরসভার ৭০০০ কর্মহীন ও অসহায় পরিবারে পৌছে দেবেন। কেউ অযথা বাড়ীর বাহির হবো না। জনসমাবেশ ঘটবে না সেই মোতাবেক খাদ্য সামগ্রী বিতরন করা হবে।ধন্যবাদান্তে মেয়র/সেবক- সাতক্ষীরা পৌরসভা
সাতক্ষীরা পৌর এলাকায় খাদ্য সহায়তা প্রয়োজন মনে করছেন অথচ কাউকে বলতে পারছেন না এমন প্রকৃত সম্মানিত নাগরিক ফোন করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। আপনার অধিকার আপনাকে পৌছে দেবো ইনশাআল্লাহ
তাজকিন আহমেদ চিশতী, মেয়র/সেবক সাতক্ষীরা পৌরসভা
প্রতিনিধি শাহীন বিশ্বাস- 01716848122 ও মোঃ জিয়াউর রহমান- 01920506737