জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের বাড়িতে হামলা, গ্রেপ্তার ২

ক্রাইমবার্তা রিপোটঃ  বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও গোল মেশিন নামে খ্যাত সাবিনা খাতুনের সাতক্ষীরা শহরের বাড়িতে হামলা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা সদর থানায় সাবিনা বোন শিরিনা খাতুনের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা তাঁরা। হামলাকারীরা তাঁদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার বিকেল পাঁচটার দিকে কয়েকজন বাড়ির সামনে এসে তাঁদের উদ্দেশে নানা কটূক্তি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাঁদের বাবা মো. সৈয়দ আলী প্রতিবাদ করেন। এ সময় লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রতিবেশী জাফর গাজীর নেতৃত্বে তাঁর স্ত্রী ও দুই ছেলে সৈয়দ আলীর ওপর হামলা করেন।

Please follow and like us:

Check Also

শ্যামনগরে পানি, স্যালাইন ও তরমুজ বিতরণ জামায়াতের

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।