করোনাভাইরাস: সাতক্ষীরা দৈনিক পত্রিকা বন্ধ ঘোষণা!

যশোর সেনাটহল

 

তবে, পত্রিকাগুলোর অনলাইন ভার্সন চালু থাকবে। তাই পাঠকরা ঘরে বসেই জরুরি সংবাদ জানতে পারবেন

নভেল করোনাভাইরাসের (এনকভ-১৯) প্রাদুর্ভাব রোধে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রকাগুলো  প্রকাশ করা সম্ভাব হচ্ছে না। এছাড়া লকডাউনর কারণে গ্রাহকের কাছে হকাররা পত্রিকা পৌছাতে পারছে না। ফলে চলতি সপ্তাহ থেকে জেলার বেশার ভাগ পত্রিকা বন্ধ হতে চলেছে।  শুধু মাত্র বিশেষ ব্যবস্থপনায় দৈনিক দৃষ্টপাত পত্রিকা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

। ফলে বিপণন বাধাগ্রস্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সবগুলো দৈনিক সংবাদপত্র। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা সংবাদপত্র পরিষদ।

যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সরোয়ার হোসেন জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। তাছাড়া বিপণন কর্মীদের অনীহা ও গণপরিবহন বন্ধের কারণে সংবাদপত্র পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ২৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা বন্ধের সিদ্ধান্ত কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

তবে, এই সময়ের মধ্যে পত্রিকাগুলোর অনলাইন ভার্সন চালু থাকবে। তাই পাঠকরা ঘরে বসেই জরুরি সংবাদ জানতে পারবেন।

এদিকে, জনসমাগম বন্ধে শহরে অব্যাহত রয়েছে সেনা টহল। সকাল ১০টা থেকে শহরের প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে নিয়ে টহল দিয়েছে সেনাবাহিনী। টহলের পাশাপাশি সংকট মোকাবেলার প্রস্তুতিগুলোও খুঁটিয়ে দেখছে তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত কোনো ব্যক্তির সন্ধান পেলে তার চিকিৎসায় নেওয়া উদ্যোগও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, যশোরে ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে। প্রয়োজন হলে আরো নামবে।

 

 

পরিবহন সংকটের মুখে রাজধানী ঢাকা থেকে কাগজসহ প্রেস সরঞ্জাম না আসার কারণে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকার সংবাদপত্র প্রকাশ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেলা থেকে প্রকাশিত অনেক সংবাদপত্র কাগজ সংকটে রয়েছে। রাজধানী ঢাকার কাগজ ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও সমস্যার সমাধান করা যাচ্ছে না। পরিবহন সংকটের কারণে তাই যেকোন সময় সাময়িক বন্ধ হতে পারে দৈনিক পত্রদূত পত্রিকার প্রিন্ট সংস্করণ। এদিকে করোনা পরিস্থিতিতে যশোরের সব পত্রিকা এবং খুলনার অনেক পত্রিকার প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া পরিবহন সংকটের কারণে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ পত্রিকা জেলায় আসছে না। তবে দৈনিক পত্রদূতের প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ থাকলেও অনলাইন সংস্করণ নিয়মিত চালু থাকবে। তাই নিয়মিত আপডেট খবর পেতে https://patradoot.net/ এর সাথেই থাকুন। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।