করোনায় মৃত্যু ছাড়াল ৮২ হাজার

ক্রাইমর্বাতা রিপোর্ট:  প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া  এ ভাইরাসে এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ এক হাজার ১৩০ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।

এই মহামারিতে মৃতের তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭০ জন।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।