সারা দেশের ন্যায় সাতক্ষীরায় করোনা ভাইরাস আতঙ্ক ॥ জেলায় নমুনা সংগ্রহ ১২১, আইসোলোশনে ২

ক্রাইমর্বাতাবাতা রিপোট: সাতক্ষীরা: কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস এখন সারা বিশ্বে আতঙ্কিত নাম। বিশ্বে বিভিন্ন দেশে ভাইরাসের ছোবলে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছে। ভাইরাস থেকে রক্ষা পেতে একাধিক পদক্ষেপ গ্রহন করে বিশ্বে উন্নত দেশ গুলি, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও সাম্প্রতিক লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মহামারী করোনা আক্রান্তের সংখ্যা, করোনা ভাইরাস আমাদের দেশে সকল মানুষের কাছে আতঙ্কিত। ভাইরাসের ভয় কিছুতেই যেন পিছু ছাড়ছেন না। ভাইরাস থেকে দেশ বাসীকে নিরাপদ রাখতে সরকার ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেছেন। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। এরপরেও বাংলাদেশ আইইডিসিআর তথ্য মতে আক্রান্ত হয়েছে ৪২৪ জন। মৃত ২৭ জন, সারাদেশের ন্যায় সাতক্ষীরায় প্রশাসন জনগনকে ঘরে রাখতে কাজ করে যাচ্ছে। জেলার এখনও আক্রান্তের কোন তথ্য পাওয়া না গেলেও জেলা বাসীর মধ্যে সর্ব সময় করোনা ভাইরাস আতঙ্ক কাজ করছে। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার হোম কোয়ারেন্টাইনে ৩২৮৬ জন, এর মধ্যে ছাড় দেওয়া হয়েছে ১২৬৫ জন। তবে নতুন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮১ জন এর মধ্যে আশাশুনী ১৮, কালিগঞ্জ ৫, দেবহাটা ৪২, শ্যামনগর ১৪, ও তালা ২ জন। সাতক্ষীরা সদর ও কলারোয়া নতুন কেউ নেই। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ হোসাইন শাফায়াত দৃষ্টিপাত কে জানান জেলায় করোনা ভাইরাস আক্রান্তের রোগী নাই। তবে জ্বর, সর্দি কাশি করোনা সংক্রমনের ২২১ জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য আইইডিসিআর পাঠানো হয়েছে এর মধ্যে ৮ জনের রিপোর্ট নেগেটিভ আসছে। বাকি রিপোর্ট পার্যায় ক্রমে আসবে। তিনি আরো বলেন এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলোশনে আছেন দুই জন। সদর উপজেলা সিয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের পুত্র মালেশিয়া ফেরত কামরুজ্জামান (২৬) অপর জন দেবহাটা উপজেলা কুলিয়া গয়েশপুর গ্রামের ওলিউর রহমানের স্ত্রী রুমানা (৩০)। তিনি আরা বলেন সাতক্ষীরা জেলা ভাল আছে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সাতক্ষীরা ইটভাটা শ্রমিক অবৈধ ভাবে প্রবেশের বিষয়ে সদর থানার ওসি মোঃ আছাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান করোনা ভাইরাস আক্রান্ত জেলা থেকে সাতক্ষীরা মাধবকাটি আসছে স্থানীয়দের কাছে জানতে পেরে সদর থানা পুলিশ তাদের আটক করে। তিনি আরো জানান, পরে তাদের আশাশুনী, কালিগঞ্জ ও শ্যামনগর থানা পুলিশের মাধ্যমে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।