ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক বছরের কারাদন্ডপ্রাপ্ত ২৭ জন এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছে এমন ১০ জনের নাম রয়েছে।
সাতক্ষীরা কারাগারের জেলর তুহিন কান্তি খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। সোমবার দুপুর পর্যন্ত কারাগারে বন্দি ছিল ৫২২ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। বাকীরা সবাই পুরুষ।
জেলর তুহিন কান্তি খান আরও জানান, মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নতুন বন্দিদের কারাগারের ভেতরে ঢোকানোর আগে প্রধান গেটে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাতমুখ ধোয়ানো হয় ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এভাবে প্রাথমিকভাবে সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢোকানো হয় আসামিদের। এছাড়া কারাগারের রন্ধনশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পরিবেশন করা হচ্ছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …