৪৬টি জেলায় এক হাজার ৫৭২ জন আক্রান্ত

ক্রাইমবার্তা রিপোটঃ প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিন ও আইইডিসিআর-এ প্রকাশিত তথ্য মোতাবেক বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৪৬টি জেলা। বাংলাদেশে আক্রান্তের হার এখন ২৭ দশমিক ৭০ শতাংশ। আর মৃত্যুর হার ২০ শতাংশ।

ইতোমধ্যে সারাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৬০ জন। আর ৪৬টি জেলায় সর্বমোট এক হাজার ৫৭২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকা শহর ও নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় এরপরেই এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।

প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিন ও আইইডিসিআর-এ প্রকাশিত তথ্য মোতাবেক বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে জেলাভিত্তিক আক্রান্ত মানুষের সংখ্যা হলো- রাজধানী ঢাকায় ৫১৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জে ১৭, মাদারীপুরে ১৯, মানিকগঞ্জে ৫, নারায়ণগঞ্জে ২১৪, মুন্সীগঞ্জে ২১, নরসিংদীতে ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুরে ২, টাঙ্গাইলে ৯, শরীয়তপুরে ৫, গোপালগঞ্জে ৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩১, কক্সবাজারে ১, কুমিল্লায় ১৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৮, লক্ষ্মীপুরে ১, নোয়াখালীতে ১, চাদপুরে ৬ জন সহ মোট ৬২ জন আক্রান্ত হয়েছে।

রংপুরের গাইবান্ধায় ১২, নীলফামারীতে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২, দিনাজপুরে ৭, ঠাকুরগাঁওয়ে ৩, রংপুর জেলায় ২ জন সহ মোট ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১২, নেত্রকোনায় ৪, শেরপুরে ৩, ময়মনসিংহ জেলায় ৭ জন সহ মোট ২৬ জন। আর বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১০, বরগুনায় ৪, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, ঝালকাঠিতে ৩ জন সহ মোট ২৩ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সিলেটের মৌলভীবাজারে ২, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১, সিলেট জেলায় ১ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গায় একজন করে মোট তিনজন ও রাজশাহীতে চারজন করোভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৩৪১ জন করেনায় আক্রান্ত হয়েছে ও নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্ত ও মৃতের মাঝে সুস্থতার হারে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।