ক্রাইমবার্তা রিপোটঃদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে আরো ১০ জনের।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২০১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এছাড়া আরো ১০জনসহ করোনায় এ যাবত মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জন।
নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় মোট মৃতের মধ্যে ৬ জন ঢাকার এবং বাকিরা দেশের অন্য জেলার।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …