ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার অভিনেতা এজাজ খান

ক্রাইমবার্তা রিপোটঃ   বরাবরই বেশ বিতর্কিত জনপ্রিয় রিয়েল্য়াটি শো ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী ও অভিনেতা এজাজ খান। এবার ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেপ্তার হলেন তিনি।

সম্প্রতি ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে খার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এজাজ খানকে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

অভিনেতার বিরুদ্ধে মানহানি, হিংসা ছড়ানো, জারি নির্দেশিকার অবমাননার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (সাম্প্রদায়িক প্রহিংসা ছড়ানো), ১২১ (ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করা) ছাড়াও ১১৭, ১৮৮, ৫০১, ৫০৪ এবং ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে এজাজ খানের।

বেশ কিছু হিন্দি ছবি ছাড়াও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন এজাজ ৷ তার অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লামহা, আল্লাহ কে বান্দে-র মতো বেশ কিছু ছবি ৷ ছোট পর্দাতেও বেশ পরিচিত মুখ তিনি ৷ তবে ‘বিগ বস’ ৭-এ অংশ নেওয়ার পরেই তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন ৷

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।