ধুলিহরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি রবি

ধুলিহর প্রতিনিধি ॥ করোন ভাইরাস প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে অসহায় কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুস্থ ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল, শুকনো খাবার ও শিশু পুষ্টি খাদ্য প্রধান অতিথি হিসাবে এ খাদ্য সামগ্রী তুলে দেন সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে কর্মহীনদের উদ্দেশ্যে এমপি রবি বলেন, নিজেও সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আপনাদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউপির সকল সদস্য, সদস্যা, সচিব, তথ্য উদ্যোক্তা, দফাদার, গ্রাম্য পুলিশ প্রমুখ। অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেয়ে অত্যান্ত খুশি। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।