অপ্রয়োজনে বাড়ির বাইরে নয়, বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

কালিগঞ্জ (সদর) থেকেঃ সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কালিগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ১৯ মার্চ রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আমাদের আরও বেশ কিছুদিন ঘরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই দুর্যোগ মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী ও সচল রাখতে হবে। সাধারণ মানুষ যেন বাড়িতে অবস্থান করে, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কোনভাবেই অবহেলা সহ্য করা হবে না। তিনি সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, করোনার এখনও কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। ঘরে থাকাই একমাত্র বিকল্প। তাই কেউ অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছে। কিন্তু কিছু কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রকৃত তথ্য উপস্থাপন না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটা ঠিক নয়, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন, ত্রাণ নিয়ে কেউ অনিয়ম করলে লিখুন। কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অযথা কারো মান-সম্মান নষ্ট করবেন না। মোবাইলে ফেসবুকে ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এ ধরনের কাজ যারা করবে, তাদের রিুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এই দুর্যোগের মুহূর্তে সকলে জীবন বাজি রেখে কাজ করছে। কোথাও কোন ত্রাণ কম হলে লিখুন, ত্রাণ আরো বেশি করে দেওয়া হবে। খাদ্য বান্ধব কর্মসূচি চলবে, মনিটরিং করবেন। সমন্বিতভাবে কাজ করেই এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। সভায় জেলা প্রশাসক উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়বুর রহমান, কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ। পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেন ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।