আশাশুনি ও পাটকেলঘাটায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু দুইজনের দাফন সম্পন্ন

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি ও পাটকেলঘাটায় জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাটকেলঘাটা থানার পশ্চিমপাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশ প্রহরী ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়। তাদের উভয়ের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জয়ন্ত বাবু। এদিকে জেলায় করোনা উপসর্গ নিয়ে একদিনে দুইজনের মৃত্যুর ঘটনায় জেলা ব্যাপী আতংক দেখা দিয়েছে। মৃত নৈশ প্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা থানার পশ্চিম পাড়ার (দাই পাড়া) ওমর আলী গাজীর ছেলে। তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আপাতত ওই নৈশ প্রহরীর বাড়ির সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আশাশুনি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানিয়েছে- আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মঙ্গলবার ভোরে কাকবাসিয়া গ্রামের ফজর আলী সানার ছেলে ও কয়রা উপজেলার জায়গীরমহল কমরউদ্দীন কলেজের শিক্ষক রেজাউল করিম (৪৮) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, রেজাউল করিম তিনদিন অসুস্থ্য থাকার পর মৃত্যুবরণ করলে খবরটি পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ও স্বাস্থ্য বিভাগকে জানানো হলে তাৎক্ষনিক সকলেই মৃত্যু ব্যক্তির বাড়ীতে আসেন এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে দাফনের কাজটি সম্পন্ন হয়। পরে ঐ বাড়ীর ৫ জন সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পাঠানো হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাযা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আরো জানান, ওই কলেজ শিক্ষকের বাড়িটি বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে, তার মৃত্যুর ঘটনায় আশাশুনি উপজেলায় করোনার আতংক ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।