করোনায় সাতক্ষীরায় রোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয়

আবু সাইদ বিশ্বাস: ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা:     বৈশাখের শুরতেই সাতক্ষীরায় কালবৈশাখী ঝড় কৃষকের বোরো ধানের উপর দিয়ে বয়ে গেছে। বিঘার পর বিঘা জমির ধানের মাথা নুইয়ে পড়েছে। কোথাও বোরো ধান মাটির সাথে একাকার হয়ে গেছে। কৃষকরা বলছে ধান ঘরে তোলার মুহূর্তে তাদের অনেক ক্ষতি হয়ে গেল। অন্যদিকে কৃষি খামার বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে ধান ঘরে তোলার মুহূর্তে এমন ঝড়ে বোরো ধানের বেশি ক্ষতি করতে পারবে না। মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষীরা। মাথায় হাত পড়েছে অনেক চাষির। অন্যদিকে জেলার কিছু কিছু এলাকায় ধানক্ষেতে নেক ব্লাস্ট (গলাপচা) রোগের আক্রমণ দেখা দিয়েছে। এর ফলে ধানের শীষ আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। ধান চিটা হয়ে যাচ্ছে। এতে করে ফলন কম হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকরা। সাতক্ষীরা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সাতক্ষীরার ৭টি উপজেলায় ৭৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কিন্তু চলতি মৌসুমে ৮০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৪ হাজার হেক্টর কম। চলতি বোরো মৌসুমে জেলায় একই সঙ্গে ৩ লাখ ৪০ হাজার ৫শ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ লক্ষ ৮ হাজার ৩৪০ মেট্রিক টন, কলারোয়ায় ৫৮ হাজার ৪শ মেট্রিক টন, তালায় ৮৬ হাজার ২৮০ মেট্রিক টন, দেবহাটায় ২৫ হাজার ৮১০ মেট্রিক টন, কালিগঞ্জে ২২ হাজার ৯০০ মেট্রিক টন, আশাশুনিতে ৩০ হাজার ৬৬০ মেট্রিক টন ও শ্যামনগরে ৮ হাজার ১১০ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তালার মঙ্গলানন্দকাটি গ্রামের আব্দুস সালাম জানান, তার ক্ষেতের অধিকাংশ ধান পাক ধরার মুখে আছে, কিন্তু ধানের শীষ সাদা হয়ে সব চিটা হয়ে যাচ্ছে। এর পর ঝড়ে তার ধান মাটিতে নুয়ে (লুটিয়ে) পড়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম জানান, সাম্প্রতিক ঝড় বোরো ধানের ক্ষয় ক্ষতি হিসাবের মধ্যে পড়ে না। জেলার বিভিন্ন এলাকায় আবাদ হওয়া জমির কোথাও কোথাও যৎ সামন্য ধানের গাছ বাতাসে হেলে পড়লেও কৃষকদের ভয়ের কিছু নেই। লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার মোট উৎপাদনে কোন প্রভাব পড়বে না। এখানে ব্যবহৃত ছবিটা সাতক্ষীরা চিত্র পেজ থেকে নেয়া হয়েছে যেটি আজ দৈনিক দৃষ্টপাত পত্রিকায় প্রকাশ পেয়েছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।