সাখাওয়াত উল্যাহ : সাতক্ষীরার মানব দরদি ও নিষ্ঠাবান ডা: আসাদুজ্জামান। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন অনেকদিন। তাঁর সততা ও বিনয়ী সাতক্ষীরার জনমানুষের হৃদয়ে গেথে আছে।দেশের এই করোনা মহামারির মধ্যেও তিনি দায়িত্ব পালনে কুন্ঠাবোধ করেন না। ছবিটি আজ বেলা ১০টায় সদর হাসপাতালে এক হার্ডের রোগি দেখার সময় তোলা।
