ক্রাইমর্বাতা রিপোট সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে সৃষ্ট জনবল সংকটের কারণে কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা ছাত্রলীগ ও যুবলীগের একদল কর্মী।
বৃহস্পাতিবার সকাল থেকে সাতক্ষীরা বকচরা বিলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন ও যুবলীগের আহ্বায়ক আব্দল মান্ননের নেতৃত্বে একদল কর্মী অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগের স্বেচ্ছা শ্রমে ধানকাটা পরিদর্শণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় জেলা প্রশাসক বলেন, ছাত্রলীগ ও যুবলীগের মত প্রতিটি স্তর থেকে যুস সমাজ যদি এভাবে এগিয়ে আসে তা হলে সাতক্ষীরা জেলার অসহায় কৃষকদের একটি ধানও নষ্ট হবে না এবং সাতক্ষীরা জেলায় খাদ্য সংকট সৃষ্টি হবে না বলে আমি মনে করি। তাই সকলকে কৃষকের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।