সাতক্ষীরায় স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৮ জন, মৃত্যু ৫

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা:সাতক্ষীরা জেলায় প্রথম করোনায় আক্রান্ত হয়েছে এক স্বাস্থ্য কর্মী। আক্রান্তের নাম মাহমুদ হক হাছান। তার বাড়ি শহরের উত্তর কাঠিয়া এলাকায়। করোনাভাইরাস আক্রান্ত হয়ে সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরে  আসে।  তার বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা গেছে, শহরের উত্তর কাটিয়া এলাকার ঐ ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব এসিস্টেন্ট পদে চাকুরী করেন। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস ধরা পড়ায় শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার সকালে রিপোর্ট পাওয়া যায় পজেটিভ। এরই মধ্যে ঐ স্বাস্থ্যকর্মী বাড়ি ফিরে আসেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত  জানান, শহরের উত্তর কাঠিয়া এলাকার স্বাস্থ্য কর্মী যশোর জেলার  শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকুরী করেন। তিনি বাড়ি থেকে নিয়মিত যাতায়াত করতেন।সকালে তার শরীরের করোনা পজিটিভ রিপোর্ট  পাওয়া যায়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সিভিল র্সাজন অফিসের আরএমও ডা.জয়ন্ত ক্রাইমর্বাতাকে জানান, গতকয়েক দিন ধরে স্বাস্থ্য কর্মী মাহমুদ হক হাছান করোনার উপর্সগ নিয়ে বাড়িতে চিকিৰসা নিচ্ছিল। আজ যশোর ল্যাব থেকে তার রক্তের নমূনায় করোনা পজেঠিভ ধরে পড়েছে।
এর আগে সাতক্ষীরার বাসিন্দা এক যুবকের (২৬) করোনা শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলা সদরে। সাতক্ষীরার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।যশোরের সিভিল সার্জনের বরাত দিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ওই যুবক সম্প্রতি ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য কর্মীরা ওই যুবকের শরীরের তাপমাত্রা বেশি থাকায় শার্শা উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। পরে নমুনা পরীক্ষার পর শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।হুসাইন সাফায়াত আরও জানান, সাতক্ষীরায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ জন্য আক্রান্ত রোগীকে যশোরে রেখে চিকিৎসা দেওয়ার জন্য তিনি যশোরের সিভিল সার্জন মো. আবু শাহিনকে অনুরোধ করেন। তার অনুরোধ যশোরের সিভিল সার্জন চিকিৎসা দিতে সম্মত হয়েছেন।মো. আবু শাহীন মুঠোফোনে জানান, করোনা পজিটিভ ওই যুবককে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫জনসহ মোট মৃতের সংখ্যা হয়েছে ১৪৫ জন।

আজ রোববার  দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান,  গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে  ৪১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি  করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। তবে এ মুহূর্তে তা-ব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৩১৯জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৭৮৩ । অন্যদিকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৬১১ জন।

/আবু সাইদ বিশ্বাস

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।