সত্যি কি মারা গেছেন কিম!

ক্রাইমবার্তা  ডেস্ক রিপোট:  উত্তর কোরিয়ার নেতা কিম জং উন’কে নিয়ে সারাবিশ্বে যখন কৌতুহল, তিনি কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেনÑ তা নিয়ে যখন ধুম্রজাল তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিন্ডসে গ্রাহাম মনে করেন তিনি হয়তো মারা গেছেন না হয় অচল হয়ে পড়েছেন। লন্ডনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর অনলাইন সংস্করণে এ কথা বলা হয়েছে। এরই মধ্যে নানা মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে, কিম জং উন মারা গেছেন। তবে তা কোনো নিরপেক্ষ মিডিয়া থেকে নিশ্চিত হওয়া যায় নি। এ নিয়ে রিপাবলিকান দলের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি সরাসরি জানেন না কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে। তবে কিমকে নিয়ে যেসব গুজব ছড়িয়ে পড়েছে তাতে পিয়ংইয়ং একেবারে নীরব। সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান ফক্স নিউজকে বলেছেন, আমি সরাসরি কিছু জানি না। তবে তিনি যদি মারা না যেয়ে থাকেন অথবা চলাচলে অক্ষম না হয়ে থাকেন, তাহলে হতাশ হবো। কারণ, এমন গুজব (তার মারা যাওয়া সংক্রান্ত) চিরদিন চলতে পারে না, যেখানে সরকার কোনোই উত্তর দেবে না। তাই আমি বিশ^াস করি, তিনি মারা গেছেন অথবা চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। যদি তিনি মারা যান তাহলে আমি মনে করি উত্তর কোরিয়ার মানুষ দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ পোহাচ্ছে তা থেকে কিছুটা পরিত্রাণ পাবে। ওদিকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তিনি পরিস্থিতির ওপর নিবিড় দৃষ্টি রাখছেন। তিনি গতকাল সকালে স্কাই নিউজকে বলেছেন, আমি আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছি। তবে আমরা এর যথার্থতা সম্পর্কে জানতে পারি নি। তাই আমরা এসব রিপোর্টের দিকে সতর্কতার সঙ্গে দৃষ্টি রাখছি। এরই মধ্যে উত্তর কোরিয়ায় একটি মেডিকেল টিম পাঠিয়েছে চীন। উদ্দেশ্য, কঠোর গোপনীয়তা অবলম্বন করা এ দেশ থেকে সত্য বের করে আনা। এর ফলে পরিস্থিতির দিকে নিবিড় দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্রও। এর আগে চীনা সাংবাদিক শিজিয়ান সিংঝৌ বলেছেন, তিনি নিরেট সূত্রে জানতে পেরেছেন, কিম জং উন মারা গেছেন। কিন্তু উত্তর কোরিয়া থেকে এ নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না।

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।