ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা : যশোর থেকে করোনা নিয়ে সাতক্ষীরায় আসা সেই স্বাস্থ্যকর্মীর গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামের সরদার বাড়ি এলাকায় মসজিদ ও কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ঐ স্বাস্থ্য কর্মী তার গ্রামের বাড়িতে যায় এবং সরদার বাড়ি জামে মসজিদে নামাজ আদায় করেন। এ কারণে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সরদারবাড়ি জামে মসজিদ এবং যেসব লোকের সংস্পর্শে এসেছিলেন ঐ স্বাস্থ্য কর্মী সেইসব বাড়ি লকডাউন করা হয়।
পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার জন্য, বাসায় থাকার জন্য এবং জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
এদিকে খুলনা থেকে সাতক্ষীরায় কাজ করতে আসা একজন মেডিক্যাল টেকনিশিয়ানকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ মেডিক্যাল টেকনিশিয়ান প্রতিদিন খুলনা থেকে এসে সাতক্ষীরায় কাজ করেন। আজ সোমবার আটক হন পুলিশের চেকপোস্টে। তাকে খুলনায় ফেরত পাঠানো হয়।
জানা গেছে ঐ টেকনিশিয়ান খুলনা এবং সাতক্ষীরার কয়েকটি মেডিক্যালে কাজ করেন। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে হাসপাতাল ও ক্লিনিকের ম্যানেজমেন্টকে কোন স্টাফ যেন বাইরে না যায় এবং বাহির থেকে না আসে সে ব্যাপারে লক্ষ রাখার অনুরোধ জানানো হয়েছে।
ফলে সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৯৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫২ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।