ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় খায়রুল ইসলাম (৫২) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসি জানিয়েছেন, খায়রুল ইসলাম চট্রগ্রামে ইটভাটায় কাজ করতেন। গত ২৬ এপ্রিল তিনি বাড়িতে আসেন। তার গায়ে জ্বর, সর্দি কাশিসহ করোনার উপসর্গ ছিলো। তিনি ঘরে না থেকে এলাকায় ঘোরাফেরা করতে থাকেন। এবং স্থাণীয় মসজিদে জামায়াতে নামাজ পড়তেন। ভোরে তার মৃত্যু হয়েছে। তবে, খায়রুল ইসলামের ছেলে আবুবকর সিদ্দিক বলেন, তার পিতা হৃদরোগে মারা গেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত বলেন, বিষয়টি জানার পর মৃতদেহের নমুনা সংগ্রহ করতে প্রতিনিধি পাঠানো হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত চৌবাড়িয়ার ওই বাড়িতে পুলিশ অবস্থান করছিলো বলে জানা গেছে।