খাদ্যসংকটে সাতক্ষীরায় আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন পুলিশ সুপার

ক্রাইমর্বাতা রিপোট: ১মে :সাতক্ষীরা :  করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতীয় তিন নাগরিক আটকা পড়েছেন সাতক্ষীরা সদর উপজেলায়। ভারত লকডাউন ঘোষণা ও ইমিগ্রেশন দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়ায় দেশে ফিরতে পারেননি তারা। সদর উপজেলায় দূর সম্পর্কের এক অস্বচ্ছল আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। সেই বাড়ির খাবার ফুরিয়ে গেছে।

উপায়ান্তর না পেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানকে ফোন করেন অসহায় ভারতীয় নাগরিকরা। ফোন পেয়েই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে ওই বাড়িতে খাবার পৌঁছে দেয়া হয়েছে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন ওই বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, আটকে পড়া এসব ভারতীয় নাগরিকরা ভারতের কলকাতার আটকারিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তারা সদর উপজেলার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছেন। গত ১৫ মার্চ এসব নাগরিকরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসপি স্যারের নির্দেশনায় তাদের জন্য খাবার পৌঁছে দেয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভারত সরকার দেশে প্রবেশ বন্ধ ঘোষণা করায় এসব নাগরিকরা দেশে ফিরতে পারেননি। সাতক্ষীরা সদর উপজেলায় এক অস্বচ্ছল দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে অবস্থান করছেন। কোনোভাবে তারা আমার ফোন নম্বর জোগাড় করে তাদের অসহায়ত্বের কথা জানান। বলেন, বাড়িতে খাবার নেই। এটা জেনে জেলা পুলিশের পক্ষ থেকে ওই বাড়িতে ১৫-২০ দিনের খাদ্য সামগ্রী পোঁছে দেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে পুলিশ। এ পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে সকলকে মানবিক হয়ে এগিয়ে আসতে হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।