চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৩শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা পরিবারে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও যশোর জেলার ব্যবস্থাপনায় এবং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার প্রত্যেক সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পেয়াজ, ১টি সাবান ও ১ টি করে মাস্ক প্রদান করা হয়। আজ শুক্রবার সকালে উপজেলা আনছার- খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব সচেতনতা মুলক আলোচনা অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো অনেকেই।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …