ক্রাইমর্বাতা রিপোর্ট: ভারতের জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে সেনাবাহিনীর একজন কর্নেল ও মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।
সরকারি বিবৃতিতে বলা হয়, কুপওয়ারা জেলার হ্যান্ডওয়ারা এলাকার চাঙ্গিমুল্লায় একটি বাড়িতে বেসামরিক বন্দিদের জিম্মি করে রেখেছে ‘সন্ত্রাসীরা’। এমন খবর পেয়ে সেখানে সন্ত্রাসবিরোধী অভিযানে যায় ভারতীয় সশস্ত্র বাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশের একটি দল।
বিবৃতিতে আরও বলা হয়, এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বেসামরিক লোকদের বের করে আনতে সক্ষম হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে দুই ‘সন্ত্রাসী’ও নিহত হয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘হ্যান্ডওয়ারায় আমাদের সৈন্য ও নিরাপত্তা সদস্য মারা যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।