মোঃ রুহুল আমিন(চৌগাছা) যশোর,প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় লাভলী আক্তার (২০) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সে চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে এবং যশোর সরকারি মাইকেল মধূসুদন দত্ত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি গ্রামে নিজেদের একটি পরিত্যক্ত ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। মেয়েটির মামা জানান, কয়েকদিন আগে গাছ থেকে তার মাথায় নারিকেল পড়ে। এজন্য সে অসুস্থ থাকায় সকালে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এসময় তার পিতা তাকে গুরুর জন্য বিচালি (খড়) কাটার জন্য বললে সে অসুস্থতার কথা বলে। তখন পিতা তাকে একটু ধমক দেন এবং বলেন ‘শুধু শুয়ে বসে খেলে তো চলবে না, কাজ কর্ম তো করতে হবে।’ এরপর লাভলী ঘুম থেকে উঠে নিজেদের গরুর জন্য বিচালি কাটতে বসে। বিচালি কাটার কোন একসময় সে সেখান থেকে উঠে নিজেদের পরিত্যক্ত টিনশেডের একটি ঘরের আড়ার সাথে নিজের ওড়না দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে খুঁজাখুজির এক পর্যায়ে পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …