নতুন করে সাতক্ষীরাতে করোনায় আক্রান্ত নেই: আক্রান্ত তিন জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে

ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:  সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৫৬১ জনকে। এছাড়া জেলা থেকে এ পর্যন্ত মোট ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২৮৭ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা এক ইটভাটা শ্রমিক ও সাতক্ষীরার এক এনজিও কর্মী রয়েছেন। এদিকে, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়িতে রয়েছেন। অর্থ্যাৎ সাতক্ষীরায় এ নিয়ে মোট তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।