নতুন করে সাতক্ষীরাতে করোনায় আক্রান্ত নেই: আক্রান্ত তিন জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে

ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:  সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৫৬১ জনকে। এছাড়া জেলা থেকে এ পর্যন্ত মোট ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২৮৭ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা এক ইটভাটা শ্রমিক ও সাতক্ষীরার এক এনজিও কর্মী রয়েছেন। এদিকে, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়িতে রয়েছেন। অর্থ্যাৎ সাতক্ষীরায় এ নিয়ে মোট তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।