হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে ৭০ পিস ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামের মৃত ময়জুদ্দিন সরদারের ছেলে মুকুল সরদার (৪৪) ও দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শাহিন (৪০)। থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকেলে নলতা হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭০ পিস ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মুকুল সরদার ও মোস্তাফিজুর রহমান শাহিন আটক হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের বুধবার (১৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …